বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা দিবসে স্মরণ সভা

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা দিবসে স্মরণ সভা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা দিবসের ৯ম বর্ষপুর্তি উপলক্ষে স্মৃরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে তদন্ত কেন্দ্র চত্ত্বরে গতকাল সোমবার গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জমান প্রমূখ।

বক্তাগণ অবিলম্বে চার পুলিশ হত্যা মামলার আসামীদের বিচারের জোর দাবি জানান। পাশাপাশি জঙ্গিবাদরা যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে সেই জন্য জনতা এবং পুলিশকে এক সঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। পরে নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ। এর আগে নিহত চার পুলিশ সদস্যের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং সালাম প্রদান করা হয়। শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সাঈদী ভক্তদের নারকীয় তান্ডবে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্য নিহত হয়। নিহত চার পুলিশ সদস্য হলেন- তোজাম্মেল হোসেন, বাবলু মিয়া, হয়রত আলী ও খাজা নাজিম উদ্দিন (জিআরপি)।

পত্রিকা একাত্তর/ মোঃ হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news