ডোমারে কৃতি তিনজন নৃত্যশিল্পীকে সম্মাননা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৪ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে কৃতি তিনজন নৃত্যশিল্পীকে সম্মাননা

নৃত্যে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নীলফামারীর ডোমারের প্রখ্যাত তিনজন নৃত্যশিল্পীকে সম্মাননা স্মারক প্রদান করেছে ডোমার উপজেলা শাখা মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক পরিষদ।

বুধবার (২৩শে ফেব্রুয়ারী) বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক পরিষদ, ডোমার উপজেলার আয়োজনে এক অনুষ্ঠানে ৩ নৃত্যশিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন—অনুষ্ঠানের প্রধান অতিথি ও নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ডোমার উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক পরিষদের উপজেলা সমন্বয়ক হারুন-অর-রশিদ প্রমুখ।

সম্মাননা স্মারক প্রাপ্ত ৩ নৃত্যশিল্পী হলেন—বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নৃত্যশিল্পী ও প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক মো. আনিস রহমান, বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক মো. ফেরদৌস, জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারী জুঁই রাণী।

বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক মো. ফেরদৌস জানান, আমরা নৃত্যকে ভালোবেসে কাজ করছি। আজ বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী হওয়ায়, মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক পরিষদ যেভাবে সম্মাননা প্রদান করলো আমি খুব আনন্দিত ও কৃতজ্ঞ। বর্তমান যুগে নৃত্যশিল্পকে এগিয়ে নিতে সকলেই সহযোগিতা করলে সংস্কৃতির নতুন মাত্রা যোগ হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news