বাহান্নর ভাষা শহিদদের প্রতি বাংলাদেশ প্রেসক্লাব ডোমার শাখা'র বিনম্র শ্রদ্ধা নিবেদন

নীলফামারী জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

বাহান্নর ভাষা শহিদদের প্রতি বাংলাদেশ প্রেসক্লাব ডোমার শাখা'র বিনম্র শ্রদ্ধা নিবেদন

বাঙালি ও বাংলা ভাষার অবস্থান নিয়ে আত্ম-অন্বেষায় যে চেতনার উন্মেষ ঘটে তারই পরিক্রমায় পূর্ব বঙ্গের রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর- ডিসেম্বর মাসে ভাষা বিক্ষোভ শুরু হয়।১৯৪৮ সালের মার্চ মাসে সীমিত আকারে আন্দোলন শুরু হয় এবং ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী তার চরম বর্হিপ্রকাশ ঘটে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ তথা সমগ্র বাংলা ভাষায় কথা বলা ও সাহিত্য রচনাকারী এবং সর্ব সাধারণ জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন ২১শে ফেব্রুয়ারী। এই দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও একান্ত পরিচিত। বাংলাদেশীদের কাছে মর্মান্তিকও মহিমান্বিত দুঃখ স্মৃতি বিজড়িত একটি দিন হিসাবেও চিহ্নিত হয়ে আছে।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী (বাংলা ১৩৫৮ সালের ০৮ ফাল্গুন, বৃহস্পতিবার) বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পাকিস্তানি পুলিশ গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে কয়েকজন ভাষাপ্রেমী তরুণ শহীদ হন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য রফিক, সালাম, জব্বার, শফিউল, বরকতসহ নাম না জানা অনেকেই। তাই বাংলাদেশের সমগ্র জনগণ এই দিনটিকে 'শহীদ দিবস' হিসাবে পালন করে থাকে।

পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর ২১শে ফেব্রুয়ারী বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও পালন হয়ে আসছে।

আজ মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করছে।তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, জেলা,উপজেলা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ দেশের আপামোর জনগণ ২১শে ফেব্রুয়ারী' আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস -২০২২ উপলক্ষে শহীদ মিনারে প্রশ্ন প্রহরে রাত ১২ টায় ০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণসহ নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রেসক্লাব এর পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ডোমার উপজেলা শাখার আহবায়ক জাবেদুল ইসলাম সানবীম, যুগ্ন আহব্বায়ক একে এম সুমন রিয়াজী, যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব নুর কাদের সরকার ইমরান, সদস্য সংগঠনিক সাখাওয়াত আমিন, সদস্য অর্থ সিয়াব হাসান শাসন সহ অন্যান্য সদস্যগণ।

পত্রিকা একাত্তর/ মোঃ সাহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news