ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের স্মরণে নির্মিত ডোমার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। স্থাপনাটির উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

সোমবার (২১শে ফেব্রুয়ারি) রাত ১২টা ০১ মিনিটে প্রথম প্রহরে মহান একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে, ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী, শহীদ মিনার নির্মাণ কমিটির আহ্বায়ক রবিউল আলম প্রমুখ।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news