ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ‘দ্য ঈগলস ক্লাব’ এর পুষ্পাঞ্জলি অর্পণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ‘দ্য ঈগলস ক্লাব’ এর পুষ্পাঞ্জলি অর্পণ

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী রাষ্ট্রভাষা বাংলার দাবীতে আন্দোলনরত ছাত্র-জনতার উপর পুলিশের গুলিবর্ষণে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে নীলফামারীর ডোমারের ‘দ্য ঈগলস ক্লাব’ এর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

সোমবার (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে দ্য ঈগলস ক্লাবের সভাপতি আজমির রহমান রিশাদ ও সাধারণ সম্পাদক মো. ফাহিম ইসলামের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, উপজেলা শাখা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—দ্য ঈগলস ক্লাবের অন্যতম উপদেষ্টা ও ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা, ডোমার পৌর শাখা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক আরমিন আক্তার জাহান, সহ-সভাপতি এহছানুল হক জয়, জাহিদ হাসান লেলিন, তপু ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত ইসলাম, মো. মেহেদী হাসান সৌরভ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ নেতৃবৃন্দ।

দ্য ঈগলস ক্লাবের সভাপতি আজমির রহমান রিশাদ বলেন, আমরা সমাজের জন্য কাজ করছি। তবে বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আমাদের চেতনায়, মননে ও বিশ্বাসে রয়েছে। আমরা তরুণ প্রজন্মকে নিয়ে সামাজিক কাজে যেমন এগিয়ে যাচ্ছি, ঠিক তেমনি তাদেরকে ভাষা ও স্বাধীনতার চেতনা বাস্তবায়নে কাজ করছি। সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news