ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের মৌলিক অধিকার বাসস্থান নিশ্চিতকল্পে গৃহহীন মানুষের জন্য গৃহীত উদ্যোগ, আশ্রয়ণ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করে চলছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান এঁর নেতৃত্বে জেলা প্রশাসন, নেত্রকোণা।

এরই ধারাবাহিকতায় আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নেত্রকোণা জেলায় ৩৩৩ টি ঘর নির্মাণ করা হবে।আজ কলমাকান্দা উপজেলায় তৃতীয় পর্যায়ের গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, নেত্রকোণা ।

উক্ত পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ আরো অনেকে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, "দেশব্যাপী আধুনিক গৃহনির্মাণ প্রকল্প আশ্রয়ণ এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের বাসস্থানের স্বপ্ন পূরণ করে চলেছেন এবং জেলা প্রশাসন, নেত্রকোণা এই উদ্যোগ নিরলসভাবে বাস্তবায়ন করে চলছে।"

পরবর্তী সময়ে তিঁনি কলমাকান্দা উপজেলার ৭ নং কাইলাটি ইউনিয়নের নব্য নির্মিত ভূমি অফিস শুভ উদ্বোধন করেন এবং ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

পত্রিকা একাত্তর/ মোঃ খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news