প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্ধারিত জায়গা পরিদর্শনে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবদুল মালেক'র নেতৃত্বে একটি বিশেষ টিম।

১২ ফেব্রুয়ারী ( শনিবার) সকাল ১১ টায় উপজেলায় ৪ নং রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে এ স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনের জন্য টিমটি আসে।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবদুল মালেক'র সাথে ছিলেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ি কন্ট্রাকটর মুফিজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্হার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উখিয়াবাসীর স্বপ্নের এ স্টেডিয়ামটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ ও চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী'র ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়িত হতে যাচ্ছে বলে জানা যায়।

পত্রিকা একাত্তর/ এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news