শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলবে সাত কলেজের পরীক্ষা 

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলবে সাত কলেজের পরীক্ষা 
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান চলমান ছুটি আগামী ৬ই ফেব্রুয়ারির পর আরো দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২ ফেব্রুয়ারি, ২০২২) এক ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ''করোনা সংক্রমণের হার এখন প্রায় শতকরা ৩০ ভাগের কাছাকাছি। এই পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান যে আপাতত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আছে সে সময়সীমা আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে''।

সরকারি সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, ''শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে সাত কলেজের পরীক্ষা চলবে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সাত কলেজের অধ্যক্ষদের সভায় আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়"।

এদিকে দেশে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে সকল ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়।

পত্রিকা একাত্তর/অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news