উপকূলের শিশুদের জীবনমান ও করণীয় শীর্ষক সংলাপ

মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম

২৩ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

উপকূলের শিশুদের জীবনমান ও করণীয় শীর্ষক সংলাপ

শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ এর আয়োজনে আজ বিকাল ৩:০০ টায় সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্যানেল আলোচক ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আ. না. ম আবজর গিফারী, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, বীরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের সহকারি শিক্ষক জয়ত্রী মাঝি, অভিভাবক শেফালী বিবি, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আঁখি মন্ডল, মুন্সিগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শামীম হোসেন প্রমুখ। 

উপস্থাপক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশু সাংবাদিক অগ্র বিসর্গ, ঐশ্বর্য কর্মকার মেঘা।

বারবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষার মান উন্নয়নে এখনো অনেক কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন উদ্যোগ এই উপজেলার শিশুদের সামাজিক সুরক্ষায় ভূমিকা রাখতে পারে এমন বিষয় গুলো উক্ত সংলাপে উঠে এসেছে।

পরিতোষ কুমার বৈদ্য: শ্যামনগর প্রতিনিধি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news