ছুরিকাঘাতে কিশোর নিহতের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ঠাকুরগাঁও

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

ছুরিকাঘাতে কিশোর নিহতের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ঠাকুরগাঁও

কিশোর হত্যার বিচার চেয়ে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার সহপাঠী ও শিক্ষার্থীরা। ঠাকুরগাঁও শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মেহেদী হাসান মিরাজ (১৬)। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সদর উপজেলার রুহিয়া থানার সেনিহারী গ্রামের মো. আবদুল মালেকের ছেলে মেহেদী। সে বিসিক শিল্পনগরী এলাকার সামনের পরিষদ পাড়ায় নানার বাড়িতে থেকে পড়ালেখা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে আরমান ও গালিব নামে দুই বন্ধুকে নিয়ে বিসিক শিল্পনগরীর সামনে একটি চায়ের দোকানে নাশতা খেয়ে বাড়ি ফিরছিল মেহেদী। পথে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুর্বৃত্তরা পথ রোধ করে তাকে ছুরিকাঘাত করে। এ সময় আরমান ও গালিব এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের ওপরও হামলা চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

মেহেদী হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ করেছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক শ বিক্ষুব্ধ শিক্ষার্থী প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। এঘটনায় পুরো শহর এখন উত্তাল রয়েছে। প্রতিবাদ বিক্ষোভের সময় তারা স্লোগান দেয়—উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)।

শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে নানা স্লোগান দিতে থাকে। পরে শিক্ষার্থীদের কাছে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের কথা শোনে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে যায়।

মেহেদীর সহপাঠী আবদুল আখের বলেন, ‘মেহেদীর সঙ্গে আমরা দীর্ঘদিন চলাফেরা করেছি। সে সব সময় ঝামেলা এড়িয়ে চলত। এমন স্বভাবের এক বন্ধুকে হত্যা করা হবে, ভাবতে পারছি না।’

এ বিষয়ে সদর থানা পরিদর্শক (ওসি) তানভীরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মেহেদীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

আনোয়ার হোসেন আকাশ: রাণীশংকৈল প্রতিনিধি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news