"মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২" পেলেন ঠাকুরগাঁওয়ের সুদাম

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

২৩ আগস্ট, ২০২২, ১ year আগে

"মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২" পেলেন ঠাকুরগাঁওয়ের সুদাম

ঠাকুরগাঁও পৌর শহরের হলপাড়া মহল্লার বাসিন্দা সুদাম সরকার। পেশায় একজন ব্যবসায়ী ও জনপ্রতিনিধি। তিনি বর্তমান ঠাকুরগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর।

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য পেয়েছেন "মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২"। ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব-২০২২শে কলকাতা ভারতের শ্রুতিবৃত্ত ও বাংলাদেশের আলোকিত বাংলার মুখ নামক সংগঠনের যৌথ প্রয়াসে তাকে এ এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

সুদাম সরকার জানান, 'আমি যখন যেভাবে পেরেছি সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছি। ইতিমধ্যে করোনাকালীন সময়ে নিজ উদ্যোগ হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার, অসহায় ও দুস্থদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

এছাড়াও শীতকালীন সময়ে অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। তাছাড়াও আমি টাঙ্গন সাহিত্য ও ক্রীড়া সংসদের সভাপতি হিসেবে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাব প্রতিষ্ঠানের খেলোয়ারদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি। তারই ফলস্বরূপ ও সমাজসেবা এবং সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য আমাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।,

তিনি আরো বলেন, 'আমার এই সম্মাননা প্রাপ্তি জনগণের ও সংগঠনের কাজ করার জন্য আমার কর্মস্পৃহা আরো বাড়িয়ে দিয়েছে। তাই আমি শ্রুতিবৃত্ত ও আলোকিত বাংলার মুখ সংগঠন এবং ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব-২০২২ এর আয়োজক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সব সময় অসহায়, গরিব দুঃখী মানুষের সেবায় মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকবো। যতদিন বাঁচবো ততদিন মানুষের সেবা করেই যাব।,

"মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২" একটি বড় পাওয়া ও সম্মাননা পেয়েছেন সুদাম সরকার বলে মনে করেন ঠাকুরগাঁওয়ের সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এছাড়াও "মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২" প্রাপ্তিতে সুদাম সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

পত্রিকাএকাত্তর /আনোয়ার হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news