নীলফামারীর ডোমার উপজেলায় দেওনাই নদীর বালু অবৈধভাবে উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল খালেক (২৮) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ।
রবিবার (১৬ই অক্টোবর) উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তালতলী এলাকায় দেওনাই নদীর বালু উত্তোলনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আব্দুল খালেককে জরিমানা করেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
অভিযুক্ত আব্দুল খালেক ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার সিরাজুল ইসলামের পুত্র। অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড বিধানে অভিযুক্ত খালেক নগদ ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন।
পত্রিকা একাত্তর / রিশাদ