এক সপ্তাহে বিভিন্ন বিদ্যালয়ের ১৩ ছাত্রী প্রেমের টানে উধাও

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

১৯ মে, ২০২২, ১ year আগে

এক সপ্তাহে বিভিন্ন বিদ্যালয়ের ১৩ ছাত্রী প্রেমের টানে উধাও

বুধবার (১৮ মে ২০২২) দুপুরে কোম্পানীগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউজ ডে উদযাপিত হয়। ওপেন হাউজ ডে-তে পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, নোয়াখালী কোম্পানীগঞ্জে গত এক সপ্তাহে বিভিন্ন বিদ্যালয়ের নবম-দশম শ্রেণিতে পড়ুয়া ১৩ ছাত্রী প্রেমের টানে উধাও হয়েছে।

তিনি বলেন, উধাও হওয়া কিশোরীদের মধ্যে পাঁচজনকে পুলিশ উদ্ধার করেছে। দুজনকে শনাক্ত করা যায়নি। বাকিরা তাদের পরিবার বিয়ে মেনে না নিলে আত্মহত্যার হুমকি দিয়ে পলাতক।

পরিদর্শক মিজানুর রহমান আরও জানান, কোম্পানীগঞ্জ থানায় এপ্রিল মাসে ১৮টি মামলা রেকর্ড হয়েছে। তবে চলতি মাসের ১৮ দিনে মাত্র তিনটি মামলা রেকর্ড হয়েছে। পুলিশি তৎপরতা ও বিট পুলিশিং কার্যক্রমে অপরাধ প্রবণতা অনেকটা কমে এসেছে বলেও তিনি দাবি করেন।

এছাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ অপতৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত জনপ্রতিনিধি ও সুধীজনরা। অন্যদিকে অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এলাকায় তৎপরতা বাড়ানোর দাবি করেন উপস্থিত অনেকেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

ওপেন হাউজ ডে- তে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনুস, ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, কমিউনিটি পুলিশের সভাপতি নুরনবী সেলিম, ক্লিনিক মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুছ প্রমুখ।

পত্রিকা একাত্তর /আবু সাঈদ শাকিল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news