গুরুদাসপুরে অপহরণ ও ধর্ষন মামলার আসামি গ্রেপ্তার


উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর প্রকাশের সময় : ১২/১০/২০২২, ৫:২৭ অপরাহ্ণ / ১১০
গুরুদাসপুরে অপহরণ ও ধর্ষন মামলার আসামি গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষন মামলার আসামি প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ (৪৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গরবার দিবাগত গভীর রাতে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর থানার হর-তকীতলা গ্রামের মমিতা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন। ফিরোজ গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের গোলাম মোস্তফার বড় ছেলে।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বুধবার (১২ অক্টোবর) বেলা ১০টায় নাটোর র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে ফিরোজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে ভিকটিম স্কুলছাত্রীর মা গুরুদাসপুর থানায় গত ২ অক্টোবর বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানাযায়, গত ১ অক্টোবর আসামী ফিরোজ উক্ত স্কুলছাত্রীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অপহরণপূর্বক ধর্ষন করেন।

বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করে। ফিরোজের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠে এলাকাবাসী। এঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করা হয় এলাকায়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করার পর ফিরোজকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ফিরোজ আহম্মেদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পত্রিকা একাত্তর / সোহাগ আরেফিন