র্যাবের অভিযানে খুলনা ডুমুরিয়া হতে একজন ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব জানান, সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে বলে র্যাব জানান।
এরই ধারাবাহিকতায় (১১ অক্টোবর) র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় এক ব্যক্তি নিজেকে কখনো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, আবার কখনো
Biman BANGLADESH AIRLINES এর কমকর্তা পরিচয় দিয়ে এবং সেনাবাহিনীর পোশাক প্রদর্শন করে সাধারণ জনগণদের সাথে প্রতারণা করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ ৫টা সময় খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১ মোঃ রাসেল (২৭), থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে গ্রেফতার করে।
এ সময়ে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ১ বাংলাদেশ সেনাবাহিনীর ০১টি ফুলশার্ট, ২ ০১টি ফুলপ্যান্ট, ১টি সেনা ক্যামো টুপি ১টি বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট, ১টি Biman BANGLADESH AIRLINES লেখা সম্বলিত আইডি কার্ড, ২টি মোবাইল ফোন ও পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি উদ্ধার পূর্বক জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া বলে স্বীকার করে।
এই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সে প্রায় অর্ধশত নারীদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুসম্পর্ক গড়ে তোলে এবং নারীদের আপত্তিকর ছবি কৌশলে মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে উক্ত আপত্তিকর ছবি নারীদের আত্নীয়-স্বজনদের নিকট প্রেরণ করার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে অবৈধ সুবিধা নিত বলে জানায়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ডুমুরিয়া থানায় হস্তান্তর আসামির বিরুদ্ধে মামলা রজুর কাজ প্রক্রিয়াধীন।
পত্রিকা একাত্তর / আক্তারুল ইসলাম
আপনার মতামত লিখুন :