ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বুধবার (২রা মার্চ) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ চত্তরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আনিসুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী বাসেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল, পরিসংখ্যান কর্মকর্তা ওমর আলী, পাট অধিদপ্তর কর্মকর্তা রেজাউল করিম, ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা প্রমূখ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news