শিশু-কিশোরের মাঝে ৩৮ টি বাই সাইকেল বিতরণ

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

২ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

শিশু-কিশোরের মাঝে ৩৮ টি বাই সাইকেল বিতরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় টানা একচল্লিশ (৪১) দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নতুন পল্লান পাড়ায় বায়তুন নূর জামের মসজিদ প্রঙ্গনে শিশু-কিশোর ৩৮ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন কক্সবাজার -৪ (উখিয়া-টেকনাফের) সাবেক দুই বারের সংসদ সদস্য এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

৪ নং ওয়ার্ডে নতুন পল্লান পাড়ায় মানুষের ইবাদতের জন্য মসজিদ না থাকায় নিজের অর্থায়নের দৃষ্টি নন্দন একটি মসজিদ ( যার নাম রাখা হয় বায়তুন নূর জামের মসজিদ) নিমার্ণ করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। সেই মসজিদটি চলতি বছরে গত ১ পহেলা এপ্রিল উদ্ভোধন করেন বদি, সে সময় বদি বলেন কেউ যদি এ এলাকার শিশু-কিশোর টানা একচল্লিশ (৪১) দিন জামাতের সাথে নামাজ আদায় করে প্রত্যেককে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হবে বলে প্রতিজ্ঞা করে।

বদি আরও বলেন শুধু আমার এই উদ্যোগ টা শিশু- কিশোরকে নামাজের উদ্ভুদ্ধ করে গড়ে তোলা এবং তারা যাতে ছোট বেলা থেকে নামাজে অব্যস্থ হয় পাশাপাশি আবারও একটা উদ্যোগ নেওয়া হবে বলে জানায়। আবদুর রহমান বদি এমন উদ্যোগেকে এলাকার মানুষ স্বাগতম জানায়। তারা বলেন নামাজ আদায়ের মসজিদের ব্যবস্থা ছিল না মুসল্লীদের, নিজের (বদি) অর্থায়নে এলাকায় একটি দৃষ্টি-নন্দন মসজিদ নিমার্ণ করে দিয়েছে পাশাপাশি শিশু-কিশোরদেরকে সাইকেল বিতরণ করে নামাজের জন্য অব্যস্থ করে তুলেছে। এমন উদ্যোগকে স্বাগতম জানায় আমরা।

বাই-সাইকেল বিতরণের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, পৌরসভার ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, মসজিদ কমিটির সভাপতি, সাধারণত সম্পাদক, মসজিদে আগত মুসল্লীরা।

পত্রিকা একাত্তর /মোস্তাক আহমদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news