সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে ১৭টি পাকা ল্যাট্রিন বিতরণ

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২২, ১ year আগে

সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে ১৭টি পাকা ল্যাট্রিন বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ২০২১- ২২ অর্থবছরের বিশেষ বরাদ্দে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় অতিদরিদ্র পরিবারের মাঝে ১৭টি স্বাস্থ্য সম্মত সেমি পাকা ল্যাট্রিন বিতরণ হয়েছে।

গত ৩০ আগষ্ট মঙ্গলবার সকালে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মরিচতলা গ্রামে সমাজ উন্নয়ন সংস্থার (এস ডিএস) নির্বাহী পরিচালক আব্দুর রহিম এর সভাপতিত্বে বিনামূল্যে ১৭টি অতিদরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত সেমি-পাকা ল্যাট্রিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারবাড়ী ইউনিয়নর চেয়ারম্যান বেলাল হোসেন বাবু ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সমাজ সেবক ফজর আলী, আসাদুল ইসলাম, ওমর ফারুক, ইব্রাহিম হোসেন, আরিফ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে ফুলেরা বেগম, মরিয়ম, শেফালি, বেলি, নাজমুল, আসমা, রকেয়া, কল্পনা, নবীর, নাজলী, রফিকুল, বাবুল, শেফালী কোহিনুর, আব্দুস সালাম সহ ১৭জন অতিদরিদ্র পরিবারের মাঝে সেমি পাকা ল্যাট্রিন বিতরণ করেন অতিথিবৃন্দ।

পত্রিকা একাত্তর /মাসুম বিল্লাহ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news