বেরোবির বন্যা কবলিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বেরোবি প্রতিনিধি

৫ আগস্ট, ২০২২, ১ year আগে

বেরোবির বন্যা কবলিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত বৃহত্তর রংপুরের যে সকল শিক্ষার্থী এ বছরের (২০২২)বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বৃত্তি দিয়েছে প্রান্তিক ফাউন্ডেশন বাংলাদেশ। ৫০জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা বৃত্তি প্রদান হয়।

বৃহস্পতিবার(৪ আগষ্ট) দুপুরে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেয়া হয়। স্যাকরামেন্টো এরিয়া আমেরিকান বাংলাদেশি এসোসিয়েশন (সাবা)-এর অনুদানে এই বৃত্তি দেওয়া হয়।

এ সময়ে প্রান্তিক ফাউন্ডেশনের প্রধান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিউল আজম নিশার খান বলেন, প্রান্তিক ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বেরোবি এর শিক্ষার্থীদের সংকটকালে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এই সময়ে কলা অনুষদের ডিন প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মোহাম্মদ আজিজুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মোঃ জাহিদ হোসেন, একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ-উল-হাসান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী উপস্থিত ছিল।

পত্রিকাএকাত্তর /ফারহান সাদিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news