patrika71
ঢাকামঙ্গলবার - ২৫ অক্টোবর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় তালামীযের মাহফিলে মিলাদুন্নবী (সা.)

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
অক্টোবর ২৫, ২০২২ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেইতো দো-জাহানে ধনী। এভাবেই সুলতান আহমেদ নবী প্রেমে সিক্ত হয়ে আশিক মনে এসকের জোয়ার তোলেন।

মিলাদুন্নবীর বর্ননা দিতে গিয়ে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, যে মজলিশে প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময়ের অলৌকিক ঘটনা, নসবনামা ও দুরুদ পড়া হয় তাই মাহফিলে মিলাদুন্নবী (সা.)।এখানে এসে আশেকানগণ নবী প্রেমে সিক্ত হয়ে রুহ্ কে তাজা করেন।

সোমবার( ২৪অক্টোবর) বাদ জহুর নেত্রকোণা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় মিলাদুন্নবী (সা.)অনুষ্ঠান। নেত্রকোণা জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ মাসুম আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সামাদ (সভাপতি নেত্রকোণা জেলা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ উসমান গণি।

এছাড়াও উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা সভাপতি শায়খুল ইসলাম, আটপাড়া উপজেলা সভাপতি হোসাইন আহমদ হযরত আলী, মোহনগঞ্জ উপজেলা সভাপতি কাওসার আহমেদ সহ অনেকেই।

অনুষ্ঠানে মিলাদুন্নবী বিষয়ক সার্বিক আলোচনা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পত্রিকা একাত্তর /খোকন