গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার অন্যতম সেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইম স্টার একাডেমি কর্তৃক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ২২ অক্টোবর ( শনিবার) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রাইম স্টার একাডেমি গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত।
সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানটি শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড এর মুহাম্মদ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে এবং শরীফ মোস্তফা হীরা ও এডভোকেট নজরুল ইসলাম এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। প্রাইম স্টার একাডেমি এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন,করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর দীর্ঘসময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে।
এর ফলশ্রুতিতে ছাত্রছাত্রীদের পড়ালেখার প্রতি মনোযোগ অনেকাংশে কমে যায়। পাশাপাশি কিছু কিছু শিক্ষার্থীদের মধ্যে স্কুল বিমুখতা পাওয়া যাচ্ছে।তাই প্রাইম স্টার একাডেমি ছাত্র-ছাত্রীদের মাঝে সুস্থ্য বিনোদন ছড়িয়ে দিতে এবং স্কুল বিমুখতা দূর করার জন্য সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।উক্ত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাফিজুল হক খান।
তিনি বলেন, সুস্থ্য ধারার সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি প্রয়োজন। প্রাইম স্টার একাডেমি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ করে করেছে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন ,তারা যেন সোশ্যাল মিডিয়ায় অকারণে সময় ব্যয় না করে বেশি বেশি পড়ালেখার প্রতি মনোযোগ দেয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ, পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.গোলাম ফেরদৌস চৌধুরী,শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মাহতাব উদ্দিন , প্রাইম স্টার একাডেমির বর্তমান সভাপতি ও আলহাজ্ব ধনাই বেপারি উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক খ.ম. জালাল উদ্দিন, প্রাইম স্টার একাডেমির ইংরেজি শিক্ষক সাখাওয়াত হোসেন , ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান মিজান ও গণিত শিক্ষক মমতাজ উদ্দিন প্রমূখ।
পত্রিকা একাত্তর / সাখাওয়াত হোসেন
আপনার মতামত লিখুন :