‘রক্তদানে আমরা তারাকান্দা’ ফেসবুক গ্রুপ কতৃক আয়োজিত বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত।২৭ই অক্টোবর ২০২২ বৃহস্পতিবার সকালে তারাকান্দা ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করেন রক্তদানে আমরা তারাকান্দা ফেসবুক গ্রুপের অ্যাডমিন শাহরিয়ার হোসাইন শিমুল।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দশটি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। তালিকায় রক্তের গ্রুপ উল্লেখ থাকা বাধ্যতামূলক করা হলেও অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না। সরকারি ব্যবস্থায় রক্তের গ্রুপ নির্ণয়েরও কোনো উদ্যোগ না থাকায় ভুল তথ্য দেয়া হচ্ছে ভোটার তালিকায়।
এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো ওই এলাকার তারুণ্যদীপ্ত স্বেচ্চাসেবী সংগঠন রক্তদানে আমরা তারাকান্দা। সংগঠনের একদল স্বাপ্নিক তরুণ সম্পূর্ণ নিজেদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে গিয়ে ভোটারদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছে। এতে সহযোগিতা করছে তারাকান্দাবাসী সংগঠনের তরুণরা। গত দুই দিনে তারা প্রায় এক দুইশো মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে বলে জানা গেছে।
ময়মনসিংহ সদরের তারাকান্দা ইউনিয়নের পর রোববার দিনব্যাপি রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি থাকবে উপজেলা তারাকান্দার বালিখাঁ ইউনিয়নে। এরপর পর্যায়ক্রমে গালাগাঁ ইউপি,কাকনী ইউপি,রামপুর ইউপি, বানিহালা ইউপি, কামারগাঁও ইউপি, বিসকা ইউপি, কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দা উচ্চ বিদ্যালয়, কামারিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, বকশীমূল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ওয়াসিফ তানভীর, মেহেদী হাসান অপু, মোকসেদুল মুমিন, ইসমাইল হোসেন, শাহরিয়ার হোসাইন শিমুল, প্রমূখ। শনিবারও একই স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে বলে জানা গেছে।
দেখা গেছে, নিজেদের রক্তের গ্রুপ জানতে সকাল থেকেই ক্যাম্পে ভির করেছে ভোটাররা। লাইনে দাড়ানো নতুন ভোটার শামীম মিয়া জানালেন, তার রক্তের গ্রুপ কি তা সে কোনদিনই জানতো না। আজ এখানে এসে পরীক্ষার মাধ্যমে জানতে পেরে বেশ ভালো লাগছে। একই অনুভূতি জানালেন মধুপুর এর বাসিন্দা তরুণ কাওসার মিয়া, তরুণ বয়সে আজ আমি রক্তের গ্রুপ জানতে পারলাম এতে খুব ভাল লাগছে। আমি এখন বলতে পারি আমার রক্তের গ্রুপের নাম।
জানা গেছে, ‘রক্তাদানে আমরা তারাকান্দা’ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে ২০২১ সালের ২ অক্টোবর প্রতিষ্ঠান শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ওয়াসিফ তানভীর বলেন, ইতিপূর্বে রক্তদানে আমরা তারাকান্দা সংগঠনের তরুণদের মাঝে আমাদের সংগঠনের লগো, ব্লাড গ্রুপ, নামসহ টি-শার্ট বিতরণ অনুষ্ঠান পালন করেছি।
উপজেলা তারাকান্দা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আগ্রহ নিয়ে যুক্ত হয়েছে তরুণ তরুণী ও যুবক বয়সের মানুষেরা । এবার তাদের চমৎকার ও ব্যতিক্রম কাজের জন্য সত্যিই আমি অভিভূত। ইচ্ছে আছে এই তরুণদের নিয়ে আগামীতে বৃক্ষরোপন কর্মসূচি, মাদক প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা রোধসহ নানা যুগপদ কার্যক্রম গ্রহণ করবো।
রক্তদানে আমরা তারাকান্দা’র অন্যতম সংগঠক মোহাম্মাদ শাহরিয়ার হোসাইন শিমুল বলেন, আমরা ব্লাড গ্রুপ ফ্রি নির্ণয় ক্যাম্পেইন কার্যক্রম চালানোর পাশাপাশি তাদের কাছ থেকে ৩০ টাকা করে নিচ্ছি অসহায় ও মুমূর্ষু রোগীর যথাযথ সময়ে ডোনার পাঠানোর যাতায়াত খরচ বহন করতে কারণ প্রায়ই সময় ডোনাদের আমাদের নিজ যাতায়াত খরচ বহন করে থাকি।
তিনি আরও জানান, রক্তদানের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও কার রক্তের গ্রুপ কী তা অনেকেই জানেন না। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই পুরো তারাকান্দা উপজেলার ভোটারদের রক্তের গ্রুপ নির্ণয় ও তাদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করতে তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নে ১৯ দিনের এই কার্যক্রম হাতে নিয়েছি আমরা।
পত্রিকা একাত্তর / হুমায়ুন কবীর