নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার স্থাপনের এক বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে আজ। এক বছরে পোস্ট অপারেটিভ জটিলতা ও ইনফেকশন মুক্ত ২৬২টি সফল অপারেশন করা হয়।
শনিবার (১৫ই অক্টোবর) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে হাসপাতালের অপারেশন থিয়েটার স্থাপনের এক বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচিতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু, মেডিকেল অফিসার ডা. পারমিতা রায়, ডা. ফায়েজা ইসলাম, ডা. নাহিদা তাসনিম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ সহ হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফসগণ।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান উন্নয়ন ও সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। অপারেশন থিয়েটার যোগ হওয়ায় এই জনপদের জন্য অনেক সুবিধা হয়েছে, আমরাও রোগীদের সেবা দিতে পেরে আনন্দিত।
পরে, আলোচনা সভা শেষে অপারেশন থিয়েটার স্থাপনের এক বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করা হয়।
হাসপাতাল সুত্রে জানা যায়, গত এক বছরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে পোস্ট অপারেটিভ জটিলতা ও ইনফেকশন মুক্ত ২৬২টি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে, ১৯১টি সিজারিয়ান, ১৪টি হিস্টেরেক্টোমি, ৩৬টি হার্নিয়া, ১৩টি হাইড্রোসিল, ৭টি অ্যাপেনডিক্স ও একটি সিবেসিয়াস সিস্ট অপারেশন করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মো. রায়হান বারী’র দায়িত্ব গ্রহণের পর অপারেশন থিয়েটার পূনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেন। গতবছরের ৯ই অক্টোবর নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির নতুন আঙ্গিকে হাসপাতালের অপারেশন থিয়েটারটি উদ্বোধন করেন।
পত্রিকা একাত্তর / রিশাদ