পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে ঠাকুরগাঁও-নওগাঁ

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে ঠাকুরগাঁও-নওগাঁ

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে দুই জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমত্রী। উত্তরের দুই জেলা ঠাকুরগাঁও এবং নওগাঁ য়ে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘নওগাঁয় এবং ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরোও বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রপতি আচার্য হবেন। তিনি একজন স্বনামধন্য শিক্ষককে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। এতে দুজন উপ-উপাচার্য ও থাকবেন। একজন ট্রেজারার নিয়োগ দেয়া হবে।’

পত্রিকা একাত্তর /আব্দুল্লাহ আল সুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news