আজ (২৯ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার মারা যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। আজ এই অভিনেতা প্রথম মৃত্যু বার্ষিকী।
আজকের এই দিনে সকালে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর সকাল ১১.৩০ নাগাদ তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। এরপর আরও বেলার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় তারকার হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তদ্ধ অনুরাগীরা।
আশির দশকে শিশুশিল্পী হিসেবে কাজ করার পর আপ্পু নামক একটি কন্নড় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে পুনীত রাজকুমারের কন্নড় চলচ্চিত্র জগতে অভিষেক হয়। ছবিটি সুপারহিট হয়েছিল। এছাড়াও তার অভিনীত আরও কতগুলি কন্নড় ছবি, যথা, আভি (২০০৩), আকাশ (২০০৫), আরাসু (২০০৭), মিলনা (২০০৭), ভামসি (২০০৮), রাম (২০০৯), জ্যাকি (২০১০) এবং পরমাত্মা (২০১১) – র জন্য তিনি সুখ্যাতি লাভ করেন, এবং তার ওই ছবিগুলি বাণিজ্যিকভাবে সাফল্যও পেয়েছিল।
২০০৭ সালে তিনি “আরাসু” ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান এবং ২০০৮ সালে “মিলনা” ছবির জন্য কর্ণাটক স্টেট বেস্ট অ্যাক্টর পুরস্কারে ভুষিত হন।
তিনি কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে দামি অভিনেতা ছিলেন।তার কাছে সবথেকে বাণিজ্যিকভাবে সফল ছবির হিট রেট আছে যার মধ্যে প্রত্যেকটি ছবিই লাভের মুখ দেখেছে। তিনি একনাগাড়ে ১৭টি ছবিতে অভিনয় করেছেন যেগুলি কমপক্ষে ১০০ দিনের জন্য সিনেমা হলে চলেছে এবং এটি ভারতীয় চলচ্চিত্র শিল্পে একটি বিরলতম উপলব্ধি। তিনি সুবর্ণা টিভিতে “কন্নড়দা কোটিয়াধিপতি” নামক একটি কুইজ শো-র সঞ্চালনা করেছেন, যেটি কিনা অমিতাভ বচ্চন দ্বারা সঞ্চালিত বিখ্যাত কুইজ শো “কৌন বনেগা ক্রোড়পতি”-র কন্নড় সংস্করণ।
শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পুনিত রাজকুমার। এখন পর্যন্ত প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :