ডোমারে এএনসি ও পিএনসি ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৯ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে এএনসি ও পিএনসি ক্যাম্প অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনিক ও ইনোভেটিভ কার্যক্রমের আওতায় সকল ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে এএনসি ও পিএনসি ক্যাম্পেইনের আওতায় গর্ভবতী ও প্রসূতি নারীদের বিশেষ সেবাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ।

সোমবার (২৯শে আগস্ট) দিনব্যাপী উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা লালবাজার কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র সার্বিক তত্ত্বাবধানে এএনসি ও পিএনসি ক্যাম্পেইনের মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি নারীদের সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

কার্যক্রমে অংশগ্রহণ করে বামুনিয়া ইউনিয়নের গর্ভবতী ও প্রসূতি নারীদের সেবা প্রদান করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু, মেডিকেল অফিসার ডা. পারমিতা রায়, মিডওয়াইফ জান্নাতুল ফেরদৌসী, শাপলা আক্তার ও রাধিকা রানী রায় প্রমূখ।

এছাড়া কার্যক্রমে মাঠ পর্যায়ে সহযোগিতা করেন—বামুনিয়া ইউনিয়নের বারবিশা লালবাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রোমানা আক্তার, স্বাস্থ্য সহকারী রাজিয়া সুলতানা সহ অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news