দেশের ২২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “দামাল”


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৮/১০/২০২২, ১০:০৬ অপরাহ্ণ / ৭২
দেশের ২২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “দামাল”

আজ (২৮ অক্টোবর) শুক্রবার সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “দামাল” সিনেমাটি।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তান সেনাবাহিনী দ্বারা নির্মমতার শিকার হয়। এ সময় একদল ফুটবল খেলোয়াড় মুক্তিযুদ্ধের অর্থ সংগ্রহের জন্য স্বাধীন বাংলা ফুটবল দল গড়ে তোলে।

মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে এই সিনেমা নির্মাণ করেছেন রায়হান রাফি। এই ছবিতে হাসনা চরিত্রে অভিনয় করছেন মিম। তার বিপরীতে আছেন শরিফুল রাজ।

দেশের ২২ টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘দামাল’

ঢাকার ভেতরে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) লায়ন সিনেমাস (জিঞ্জিরা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টমেন্ট)।

ঢাকার বাইরে: মনিহার (যশোর), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া),সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা সিনেমা (রংপুর), সুগন্ধ্যা (চট্টগ্রাম), শঙ (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), (সিনেস্কোপ (নারায়নগঞ্জ), মম-ইন (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)

সিনেমাটি শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’—এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ