বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। কেবিসি-র শুটিং সেটে একটি ধারালো ধাতুতে অমিতাভের পায়ের শিরা কাটে। তখনই প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
ওই চোট নিয়েই সহকর্মীদের সাহায্যে কোনও রকম হাসপাতালে গিয়ে পৌঁছন অমিতাভ। তাঁর পায়ে সেলাই পড়ে। এর পরেও যদি কাজ থেমে থাকেনি। বাড়তি সাবধানতা অবলম্বন করে শ্যুট করেছেন অমিতাভ।
পায়ের ক্ষত এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে অভিনেতাকে। পায়ে আঘাতের কথা নিজেই ব্লগে জানিয়েছেন অমিতাভ বচ্চন।
এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার ভক্তরা। তবে ভক্তদের উদ্দেশে অমিতাভ জানিয়েছেন, তিনি বর্তমানে ঠিক রয়েছেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ