patrika71
ঢাকারবিবার - ২৩ অক্টোবর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

“জয় বাংলা ধ্বনি” সিনেমা করবেন না সুনেরাহ

বিনোদন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২২ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমাটি। এতে সুনেরাহর সঙ্গে নায়ক ছিলেন নিরব। সিনেমাটিতে রাজাকারের চরিত্রে অভিনয় করবেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জমান নূর। পরিচালনা করবেন খ ম খুরশীদ।

রোববার (৯ অক্টোবর) চুক্তিবদ্ধ হন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কিন্তু বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটির সংবাদ সম্মেলনে উপস্থিত হতে দেখা যায়নি সুনেরাহকে। পরে যোগাযোগ করলে গণমাধ্যমকে জানান সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

সড়ে দাঁড়ানোর কারণ কী? এ প্রশ্নে জানতে চাইলে সুনেরাহ বলেন, পরিচালকের সঙ্গে কিছু বিষয়ে মিল না হওয়াতে সিনেমাটি আমি না করার সিদ্ধান্ত নিই। আমাকে যে গল্প পাঠানো হয় সেটা পড়ার পর পরিচালকের সঙ্গে আমার চরিত্রের লাইনআপে পরিবর্তন আনার বিষয়ে কথা হয়। পরে যেটা পাঠিয়েছে সেটাও আমার পছন্দ হয়নি।

সেটা নিয়েই কিছুটা গড়মিল অবস্থা তৈরি হয়েছে। এরপরও সুনেরাহর ইচ্ছে ছিল সিনেমাটি করার। পরিচালক একটু ভালোভাবে বললে হয়তো অভিনয় করা হতো। কিন্তু তিনি আমার সঙ্গে ভালো আচরণ করেননি। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি সিনেমাটি করব না।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ