সাইদুল ইসলাম রানা পরিচালত ‘বীরত্ব’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আসছে শুক্রবার (১৬ সেপ্টেম্বর)। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার। মুক্তি উপলক্ষে বর্তমানে নিপুণসহ অন্যান্য তারকারা সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
(১৪ ই সেপ্টেম্বর) মঙ্গলবার বিএফডিসিতে “বীরত্ব” সিনেমার সংবাদ সম্মেলনে চিত্রনায়ক মামনুন ইমন ‘বীরত্ব’ সিনেমার বিষয়ে কথা বলেন। এসময় “বীরত্ব” সিনেমায় নিপুণের চরিত্রের নিয়ে ইমন বলেন , সে সুন্দরী একজন মেয়ে। সবাই তাকে কাছে পেতে চায়। শুটিংয়ের সময় ওই জায়গায় (পতিতালয়) নিপুণ যে সাজসজ্জা করেছে। সেখানে তো অনেক মানুষের যাওয়া-আসা। একটা ঘরের মধ্যে শুটিং চলছিল আমাদের। সেখানে আশপাশেও কিছু মেয়ে ছিল। তাদের সঙ্গেই জেসমিন ও নিপুণ দাঁড়িয়ে ছিল। কিছু কাস্টমার এসে দেখি তাদের দু’জনের সঙ্গে আলাপ শুরু করে দিয়েছে।
ইমন আরোও বলেন, আমাদের দেশে বীর অনেকেই আছেন। যেমন পুলিশ-সেনাবাহিনী, আবার আমাদের কৃষকরাও বীর। কিন্তু এই সিনেমায় আমি একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। আমরা করোনার সময়ে দেখেছি ডাক্তাররা কত বড় বীর। সেই বীর থেকে কিন্তু ‘বীরত্ব’ সিনেমা। আর ডাক্তার সবচেয়ে বড় বীর এই কারণে যে, তার কাছে অন্তত পুলিশ-র্যাব সবাইকেই আসতে হয়।
‘বীরত্ব’ সিনেমায় নিপুণ ও ইমন ছাড়াও আরও অভিনয় করেছেন নবাগতা সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু প্রমুখ।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :