গুরুদাসপুর মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

২৯ জুন, ২০২২, ১ year আগে

গুরুদাসপুর মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

নাটোরের গুরুদাসপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) নাটোরের সহযোগিতায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মেয়র মো. শাহনেওয়াজ আলী, ডিএনসির উপ-পরিচালক মো.লুৎফুর রহমান, পরিদর্শক এসএম এলতাস উদ্দিন ও মঈন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ প্রমূখ।

কর্মশালায় উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমামসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা মাদক রোধে বিভিন্ন প্রকার কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। তার আগে মাদকের ভয়াবহতার ওপর প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news