ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বাংলা চলচ্চিত্রে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এবার অপু বিশ্বাস নিজেই সিনেমা প্রযোজনা করছেন। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান নিয়ে প্রযোজনা করছেন ‘লাল শাড়ি’।
ছবিটিতে অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন নায়ক সাইমন সাদিক। গত ১২ সেপ্টম্বর রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন।
সাইমন সাদিক বলেন, প্রযোজক হিসেবে অপু বিশ্বাস নতুন ছবি বানাচ্ছেন তার জন্য শুভ কামনা। ছবিটিতে আমাকে নেবেন তার একটা ইঙ্গিত অনেক আগেই অপুদি দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করলেন।
অপু বিশ্বাস বলেন, বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে লাল শাড়ি। এটি সিনেমায় রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। একটি শাড়ি যে সংগ্রাম ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে, তা-ই দেখানো হবে সিনেমায়।
অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে চলচ্চিত্রটি। মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। ‘লাল শাড়ি’এর কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।
জানা গেছে , আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইল অথবা মানিকগঞ্জে ছবির শুটিং শুরু হবে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ