মুক্তি পেল অমিতাভ বচ্চন – রশ্মিকা মান্দান্নার ‘গুড বাই’ ছবির প্রথম গান ‘জয়কাল মহাকাল’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ট্রেলার। এবার প্রকাশ্যে এল ‘গুড বাই’ ছবির প্রথম গান। নির্মাতাদের তরফ থেকে প্রকাশ্যে আনা হল ‘জয়কাল মহাকাল’ গানটি।
‘জয়কাল মহাকাল’ গানটি গেয়েছেন অমিত ত্রিবেদী ও সুহাস সাওয়ান্ত। স্বানন্দ কিরকিরে রচিত এই আধ্যাত্মিক গানে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, রশ্মিকা মান্দান্না, সুনীল গ্রোভার ও পাভেল গুলাটিকে। অভিনেত্রী রশ্মিকা মান্দান্না ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আর যাই আমি বলি না কেন তা এই গানের প্রতি ন্যায়বিচার করতে পারবে না।
একতা কপূরের প্রযোজনায় এই ছবি প্রেক্ষাগৃহে হাজির হবে ৭ অক্টোবরে। উল্লেখ্য, এই ছবি ছাড়াও রশ্মিকাকে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতে দেখা যাবে। এছাড়া সন্দীপ রেড্ডির পরিচালনায় রণবীর কপূরের সঙ্গে ‘অ্যানিমল’ ছবিতেও দেখা যাবে তাঁকে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ