ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ২৪ অক্টোবর তার জন্মদিন নিয়ে সব সময়ই বেশ উচ্ছ্বসিত থাকেন।
প্রতি বছর নিজের জন্মদিনটাকে বরাবরই আলাদাভাবে উৎযাপন করেতে পছন্দ করেন পরীমনি।প্রতিবারের মতে এবারের জন্মদিনের নানান প্রস্তুতি নিচ্ছেন পরী।
তবে এবার নিজেকে জন্মদিনের অগ্রিম পুরস্কার দিলেন পরী, জানালেন শুভেচ্ছাও। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে আইফোনের ছবি দিয়ে ক্যাপশনে পরী লিখেছেন, নিজেকে গিফট করলাম। অ্যাডভান্স হ্যাপিবার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ