অকালে প্রান ঝরল জবি শিক্ষার্থীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৩ জুন, ২০২২, ১ year আগে

অকালে প্রান ঝরল জবি শিক্ষার্থীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের২০১৮-১৯শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী আশরাফুলের অকাল মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করায় ব্যাথার ঔষুধ সেবন করে। তাৎক্ষণিকভাবে নাক মুখ দিয়ে রক্ত পাত শুরু হয়। এসময় পরিবারের সদস্যরা চিকিৎসার্থে হাসপাতালে নেওয়ার মাঝপথেই মারা যায় আশরাফুল।

জানা যায়, আশরাফুল দীর্ঘদিন যাবত আলসারে ভুগছিলেন। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়তো কিন্তু স্বাভাবিক ছিল সবকিছুই। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তাজমহল রোডে তার বাড়ি।

আশরাফুলের মৃত্যুতে শোক নেমে এসেছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সকল শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে। সহপাঠীরা তার হঠাৎ চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছে না।

আশরাফুলের মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, আমি গতকাল তাদের ক্লাস নিয়েছি এবং সেখানে আশরাফুল উপস্থিত ছিল। আশরাফুলের মৃত্যুতে আমি খুবই মর্মাহত এবং শোকাহত। আমি ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, মৃত্যু স্বাভাবিক কিন্তু অকাল মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদায়ী আত্নার শান্তি কামনা করছি।

এদিকে প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে স্তব্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ সহ ক্যাম্পাসের শিক্ষার্থীরা। আশরাফুলের অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ শিক্ষার্থীরা।

পত্রিকাএকাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news