patrika71
ঢাকাসোমবার - ১৭ অক্টোবর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা মাসুম আজিজ মারা গেছেন

বিনোদন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

একুশে পদকপ্রাপ্ত গুনী অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। (১৭ অক্টোবর) সোমবার বেলা ২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

মাসুম আজিজ দীর্ঘদিন ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে তাকে ‘লাইফ সাপোর্টে’নেওয়া হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

জানা গেছে,শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিনেতা মাসুম আজিজের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে৷

মাসুম আজিজ ১৯৫২ সালে ফরিদপুর উপজেলা পাবনায় জমগ্রহণ করেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক সংখ্যক নাটকে অভিনয় করেন। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য তিনি ২০২২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক লাভ করেন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ