মুক্তির অনুমতি পেয়েছে পরীমনির “মা”


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৫/১০/২০২২, ৬:৫৩ অপরাহ্ণ / ৬৭
মুক্তির অনুমতি পেয়েছে পরীমনির “মা”

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত “মা” সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির আনকাট ছাড়পত্র দিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার।

মুক্তিযুদ্ধের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার নিজেই।

তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে।

সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ায় উচ্ছ্বসিত নায়িকা। একদিকে তিনি এখন মা, অন্যদিকে সিনেমার নাম ‘মা’ আবার সিনেমায় তার চরিত্রটিও মায়ের। সবমিলে মাতৃত্বের ভেতরে ডুবে থাকা এ নায়িকা সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

‘মা’ প্রযোজনা করেছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে আরো অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ