আজ রূপ দুর্গাপালের বিশেষ দিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৫/১০/২০২২, ৬:৫৬ অপরাহ্ণ / ৮৩
আজ রূপ দুর্গাপালের বিশেষ দিন

রূপ দুর্গাপাল একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। বালিকা বধু ধারাবাহিকে সঞ্চি চরিত্রে অভিনয়ের জন্য তিনি অধিক পরিচিত। আজ এই অভিনেত্রী ৩৫তম জন্মদিন। ১৫ অক্টোবর ১৯৮৮ সালে রূপ দুর্গাপাল আলমোড়া, উত্তরপ্রদেশে (বর্তমানে উত্তরাখণ্ড) জন্মগ্রহণ করেন।

তিনি ২০০৬ সালে “গ্রাফিক এরা ইনস্টিটিউট অব টেকনোলজি” থেকে যন্ত্র এবং নিয়ন্ত্রণ প্রকৌশল বিষয়ে প্রযুক্তিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং অভিনয়ে কর্মজীবন শুরু করার পূর্বে তিনি ইনফোসিসে কাজ করেন।

রূপ ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বালিকা বধু ধারাবাহিকে সঞ্চি চরিত্রে অভিনয় করেছিলেন।তিনি বাবুসা মেরে ভগবান, শামা এবং শিশুতোষ ধারাবাহিক বল বীর-এ দারি দারি পরী চরিত্রে অভিনয় করেছেন।

২০১৫ সালের মার্চে তিনি অতিথি উপস্থিতি হিসাবে আকবর বীরবল-এ ইচ্ছাধারী নাগিনের চরিত্রে ভূমিকা রাখেন। এছাড়াও টেলিভিশনের বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন।

২০১৬ সালের ফেব্রুয়ারি তিনি কালারস টিভির স্বরাগিনী-তে কাব্য মহেশ্বরীর চরিত্রে অভিনয় করেছিলেন এবং ২০১৬ সালের এপ্রিলে তিনি সনি টিভিতে কুছ রং প্যায়ার কে অ্যায়সে ভিতে নাতাশা গুজরাল চরিত্রে অভিনয় করেছিলেন।

২০১৬ সালের জুনে তিনি আবারও বিগ ম্যাজিকের আকবর বীরবাল-এ বীরবল চরিত্রে অতিথি উপস্থিতি হিসাবে প্রথমবারের মতো একজন পুরুষের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৬ সালের আগস্টে ঘোষণা করা হয়েছিল যে, তিনি সুপ্রিয়ার ভূমিকায় গঙ্গা ধারাবাহিকে যোগ দেবেন।

২০১৮ এর অক্টোবরে রূপ জিং টিভির প্রেমকাহিনী ভিত্তিক এপিসোডিক শো প্যায়ার পেহলি বার-এ আইনজীবী শর্মিষ্ঠার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, এটি প্যায়ার তুনে ক্যায়া কিয়া (টিভি সিরিজ) এর পুনঃনির্মাণ।

২০১৯ এর জুলাইয়ে রূপ জি টিভির ধারাবাহিক তুঝসে হ্যায় রাবতা-তে যোগদান করেন, যেখানে তিনি প্রথমবারের মতো একজন মহারাষ্ট্রের মেয়ে কেতকির চরিত্রে অভিনয় করেন।

২০১৯ এর সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল যে, তিনি নতুন ফরেনসিক ডাক্তার সাক্ষী শ্রীবাস্তব হিসাবে সিআইএফ-এর দলে যোগ দেবেন।২০১৯ এর অক্টোবরে তিনি এন্ড টিভিতে রোম্যান্টিক হরর শো লাল ইশম-এর একজন অংশ হয়েছিলেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে রূপ এন্ড টিভিতে লাল ইশকের আরেকটি অতিপ্রাকৃত গল্প “পাতাল দানব”-এ প্রধান চরিত্র সোনিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২০ সালের মার্চে তৃতীয় বারের মতো রুপ এন্ড টিভির লাল ইশক-এর অতিপ্রাকৃত গল্প মায়াবী শখী-তে প্রধান চরিত্র আলিশা’র ভূমিকায় অভিনয় করেন।

২০১৩ কালারস গোল্ডেন পেটাল অ্যাওয়ার্ডে রূপ দুর্গাপালকে “মোস্ট তেজ তারার পার্সোনালিটি” হিসাবে মনোনীত করা হয়েছিল।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ