গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। নায়িকার স্বামী পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
আসন্ন গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রকিব সরকার। এ উপলক্ষে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হচ্ছে। স্বামীর প্রচারণায় জীবনের প্রথম পোস্টার লাগালেন মাহি।
সোমবার (১০ অক্টোবর) রাত ১১টায় ফেসবুক লাইভে আসেন মাহি। সেখানে তাকে স্বামীর পোস্টার লাগাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, রকিব সরকার ভাইয়ের (বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী) পোস্টার লাগাই।
এরপর রাত ১১টা ৩৬ মিনিটে কয়েকটি ছবি পোস্ট করেন মাহি। সেখানেও তাকে পোস্টার লাগানোর পোজে দেখা যাচ্ছে। ছবিতে তার সঙ্গী হয়েছেন স্বামী রকিব সরকার। সেই পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন, রকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম।
রকিব সরকার বলেন, আগামী ২০ তারিখ (সম্ভাব্য) বাসন থানা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সেই সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সেজন্য আমার কিছু শুভাকাঙ্ক্ষী পোস্টার করেছে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :