উত্তর বঙ্গের সবচেয়ে বড় ঈদের জামাত শব্দিগঞ্জ

নীলফামারী জেলা প্রতিনিধি

৪ মে, ২০২২, ১ year আগে

উত্তর বঙ্গের সবচেয়ে বড় ঈদের জামাত শব্দিগঞ্জ

নীলফামারীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ‘শব্দিগঞ্জ ঈদগাহ ময়দান’-এ। একসঙ্গে ৬০ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করে থাকেন এ ঈদগাহ ময়দানে।

ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের শব্দিগঞ্জ এলাকার এ ময়দানে ভোগডাবুড়ি এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

স্থানীয় বাসিন্দা বলেন, ‘ঈদগাহ ময়দানে দুবছর নামাজ আদায় করতে পারিনি। ময়দানে নামাজ আদায় করার মজাই আলাদা। করোনা কাটিয়ে এবার নামাজ হয়েছে, এজন্য এ এলাকার মানুষ খুবই খুশি।’

ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২ সালে এ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির ওপর ময়দানটির সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা। প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় ৫০০ জন।

স্থানীয় বাসিন্দারা জানান , এখানে নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা আসেন। বিভিন্ন জেলা থেকেও আসেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারীতে আর হয় না। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. তছলিম উদ্দিন।’

পত্রিকা একাত্তর / মোঃ শাহাজাহান বিপ্লবী সুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news