ফ্যাশন হাউসের ফটোশুট চিত্রনায়িকা রোজিনা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১০/১০/২০২২, ১২:২১ পূর্বাহ্ণ / ৭৫
ফ্যাশন হাউসের ফটোশুট চিত্রনায়িকা রোজিনা

রোজিনা মায়া বড়ির বিজ্ঞাপনের কাজ করার পর বড়পর্দায় ১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয়ের সুযোগ পান। পরে তিনি এফ. কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান।

সম্প্রতি রোজিনা একটি ফ্যাশন হাউসের ফটোশুট করেন।সেখানে দেখা যায়, লাল রঙের সালোয়ার-কামিজে ধরা দিলেন ক্যামেরায়। পরনে লাল রঙের লেহেঙ্গা। চোখে কাজল। কানে দুল। চুলগুলো দু’কাঁধে আলগা করে ছেড়ে দেওয়া। ৬৭ বছর বয়সে এমন সাজে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

এই ফটোশুটের কোরিওগ্রাফি করেছেন তানজিল জনি। তিনি বলেন, অনেকদিনের ইচ্ছে ছিল চিত্রনায়িকা রোজিনা ম্যাডামকে নতুন একটা লুকে নিয়ে আসার। অবশেষে সেই কাজটি করতে পারলাম। এমন গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ