পাঁচ বছর যাবত হিজড়া জনগোষ্ঠীর পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২২, ১ year আগে

পাঁচ বছর যাবত হিজড়া জনগোষ্ঠীর পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন

জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন ডটকমের স্বত্বাধিকারী ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভীর আক্তার শিপারের উদ্যোগে গত পাঁচ বছর যাবত দেশের বিভিন্ন অঞ্চলে এক ঝাঁক তরুণ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুক্রবার (১লা এপ্রিল) বিকেলে শিল্পকলা একাডেমীর নাট্যকলা হলে সহযোগী বন্ধু হিসেবে অনলাইন সংবাদ মাধ্যম 'বাংলাদেশ বুলেটিন ডটকম" দেশের আরও আটটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে সাথে নিয়ে কল্যাণ সংস্থা 'শিমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর ১০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ সম্মাননা দেওয়ার আয়োজন করে।

অনুষ্ঠানে শিমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ডাঃ মো: আরিফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার দলীয় সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার),পিপিএম(বার), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম, পিপিএম প্রমুখ।

এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে অবহেলিত এই হিজড়া জনগোষ্ঠীর মধ্য থেকে বাংলাদেশের মূল স্রোতের সাথে কাজ করা এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপনকারী দশ জনসহ ৪০ বছর যাবত মানব কল্যাণে কাজ করা একটি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আলোর পথে পরিবর্তনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভার-আশুলিয়া-ধামরাই, মানিকগঞ্জের কেরানীগঞ্জ, দোহার, গাজীপুরের শ্রীপুর, দিনাজপুরের ঘোড়াঘাট, পলাশবাড়ী, পঞ্চগড়ের দেবীগঞ্জ, আটোয়ারী সহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ সুবিধা দিয়ে আসছেন তারা।

এর ফলে এদের জীবনে এসেছে পরিবর্তন। এরা রাস্তায় নামছে না, বরং প্রচার বিমুখ পরিবর্তন মেকার হিসেবে পরিচিত তানভীর আক্তার শিপার এর উদ্যোগ এবং স্বপ্নে নিজেদের পিছিয়ে পড়া জায়গা থেকে টেনে নিয়ে যাচ্ছেন সামনের দিকে।

করোনা মহামারী ঠেকাতে লকডাউনে থাকা এই জনগোষ্ঠী আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ে। মহামারীর দুঃসময়েও হিজড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বুলেটিন ডটকম পরিবার।

নীরবে-নিভৃতে ঢাকা শহরের অন্তত দুই শতাধিক হিজড়া সদস্যের মাঝে ত্রাণ বিতরণ করেছে পরিবারটি। তানভীর আক্তার শিপারের উদ্যোগে পবিত্র রমজনে হিজড়া সদস্যদের সাময়িক আর্থিক অসচ্ছলতা দূরীকরণে একটি কর্মসূচি গ্রহণ করেছে।

এরমধ্যে ঢাকা মহানগরের মধ্যে মগবাজার রমনা, শাহবাগ, ভাটারা, বাড্ডা, মিরপুর ও শাহজাদপুর, সাভারের বিরুলিয়া, কাউন্দিয়া, পাথালিয়ায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে সাভারের বিরুলিয়ায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুলেটিন ডটকম এর স্বত্বাধিকারী তানভীর আক্তার সহ এক ঝাঁক তরুণ।

এই কর্মসূচি পরিচালনার সময় তানভীর আক্তার শিপার জানান, আমাদের পক্ষ থেকে পবিত্র রমজানে হিজড়া জনগোষ্ঠীর অভাব লাঘবের জন্য আর্থিক সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্যে গত পাঁচ বছর আগে যেমন এই জনগোষ্ঠীর পাশে ছিলাম, এখনো কাজ করে যাচ্ছি, এবং ভবিষ্যতেও কাজ করে যাবো।

পত্রিকা একাত্তর /মোঃ সোহাগ হাওলাদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news