আজ অনামিকা ঐশীর জন্মদিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৮/১০/২০২২, ১১:৩৬ অপরাহ্ণ / ৯০
আজ অনামিকা ঐশীর জন্মদিন

এ সময়ের তরুণ প্রজন্মের মোস্ট ফেমাস টিক টকার অনামিকা ঐশী । বর্তমান সময়ে টিকটকের জনপ্রিয় মুখ অনামিকা ঐশী। কারণ তাকে যে একবার দেখে সে বারবার দেখতে চায়। তার কারণ হচ্ছে তার যে রূপের মাধুর্য যা বলে শেষ করা যাবেনা। তার ওই হরিণী চোখ, মেঘ বরণ কালো চুল আর গোলাপি ঠোঁট এক কথায় অসাধারণ যা বলার মত নয়।

যার কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে তার টিকটক ফলোয়ার প্রায় আড়াই মিলিয়ন। বিভিন্ন ধরনের সোসিয়াল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি তার বাসা বরিশালে। বরিশালের এই কিউট মেয়েটি এবার সিনেমায় নাম লেখাতে চলেছে।গায়ক শেখ সাদীর বিপরীতে আবু তাওহীদ হিরন পরিচালিত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই কিউট বরিশালের মেয়ে টি।

আজ তার জন্মদিন অনামিকা ঐশী বাংলাদেশের খুলনা জেলায় ২০০৩ সালের ৮ই অক্টোবর জন্মগ্রহণ করেন।অনামিকা ঐশী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা। বর্তমানে তার বয়স ১৯ বছর ২০২২ পর্যন্ত। ঐশী তার পরিবারসহ বাংলাদেশের ঢাকায় বসবাস করছেন এবং ইউটিউবর টিকটক সমাজে প্লাটফর্মে তার ভিডিও জনপ্রিয়তা লাভ করেছে এবং নিয়মিত প্রকাশ করেছেন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ