গরমে তৃষ্ণা মেটাতে লেবুর শরবত

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

গরমে তৃষ্ণা মেটাতে লেবুর শরবত

আসন্ন গরমে তৃষ্ণা মেটাতে ঘরে বসেই খুব অল্প সময়ে তৈরি করতে পারেন লেবুর শরবত।

প্রয়োজনীয় উপকরণঃ জল (দুই গ্লাস), লেবু (মাঝামাঝি আকারের ৩ টুকরা), লেবু পাতা (দুইটা), বিট লবণ (চা চামচের হাফ চামচ), সাধারণ লবণ (চা চামচের পাঁচ ভাগের এক ভাগ), টুকরো করে কাটা কাঁচা মরিচ (৩-৪ টুকরা), পুদিনা পাতা (স্বাদমতো), চিনি (টেবিল চামচের ৩ চামচ)।

প্রণালীঃ প্রথমে একটি বড় পাত্রে দুই গ্লাস জল ঢেলে নিই। এরপরে সেই জলে একে একে লেবুর রস, বিট লবণ, সাধারণ লবণ, লেবু পাতা, কাঁচা মরিচের টুকরা, চিনি দিয়ে ভাল মতো মিশাই। মিশ্রণটি গ্লাসে ঢেলে, স্বাদমতো উপরে পুদিনা পাতা ও বরফ দিয়ে পরিবেশন করি।

পত্রিকা একাত্তর/ অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news