বরিশাল বিভাগে সেরা দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়


উপজেলা প্রতিনিধি, দশমিনা প্রকাশের সময় : ২৮/১০/২০২২, ১২:৩৪ পূর্বাহ্ণ / ২৮১
বরিশাল বিভাগে সেরা দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঘোষিত পরিপত্রে গত ৪ আক্টোবর ঘোষনা দেওয়া হলেও গতকাল বৃহস্পতিবার তারা বিষয়টি চিঠির মাধ্যমে জানতে পারেন। জানা গেছে, উপজেলার দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি লেখাপড়ার মানোন্নয়ন,লেখাপড়ার পরিবেশ,খেলাধূলা সহ পরিক্ষায় ভালো ফলাফল করে আসছে।

বর্তমানে বিদ্যালয়টিতে ৬৮৯জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছেন। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাদাত হোসেন বলেন, পাঠদানে শিক্ষকদের পূর্বপ্রস্ততি, পাঠদানের সময় শিক্ষা উপকরণ ব্যবহার, হাস্যরস ও খেলার ছলে পাঠদান শেষে শিক্ষার্থীদের তাৎক্ষণিক মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে আরও আন্তরিকভাবে পাঠদান, ছুটির আগে ও পরে অতিরিক্ত পাঠদান, প্রতিটি অধ্যায় শেষে সাপ্তাহিক-মাসিক পরীক্ষা, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিবছরের ৩০ জুনের মধ্যে পাঠদান শেষ করা, প্রতি মাসে মা ও বছরে দুবার অভিভাবক সমাবেশের আয়োজন করার পাশাপাশি বিদ্যালয় বন্ধের দিনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শিশুদের সমস্যা ও করণীয় বিষয়ে অভিভাবকদের সঙ্গে পরামর্শ করেন।

এ ছাড়া সংগীত, নৃত্য, অভিনয়, বক্তৃতা, কবিতা আবৃত্তি, জারিগানসহ প্রভৃতি বিষয়ে প্রতি সপ্তাহে বৃহষ্পতিবার শিক্ষার্থীদের অনুশীলন করানো হয়। এর আগে বিভিন্ন জাতীয় দিবসে উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে বিদ্যালয়টি কয়েক বার সেরা হয়েছে।’পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জেরিন বলেন, ‘ক্লাসে স্যারেরা আমাদের অনেক যতœ সহকারে পাঠদান করান। স্যারেরা আমাদের বাড়িতেও যায়।

’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী সুলতানা বুলু জানান, সুষ্ঠু পরিকল্পনা, একাগ্রতা, সদিচ্ছা, তদারকি ও পেশাদরিত্ব থাকলেই যেকোনো কাজে সফলতা অর্জন করা যায়। শিক্ষক, প্রাথমিক শিক্ষা বিভাগ ও অভিভাবকদের অবদানে আমরা বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছি। আশা করি আমাদের বিদ্যালয় একদিন দেশসেরা হবে। এ বিষয়ে দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, আন্তরিকভাবে পাঠদান করালে শহরের বিদ্যালয়গুলোকে টপকে যাওয়া যায়,সেটা বরিশাল বিভাগের মধ্যে সেরা বিদ্যালয়ের খেতাব অর্জন করে প্রমান করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষকেরা।

পত্রিকা একাত্তর