জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পাম্পে চালকদের ভিড়

ভোলা জেলা প্রতিনিধি

৬ আগস্ট, ২০২২, ১ year আগে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পাম্পে চালকদের ভিড়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে ভোলায় পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড়। শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় এ রহমান এন্ড সন্স পাম্পে মোটরসাইকেল নিয়ে চালকরা ভিড় করে। এসময় পাম্পের কর্মচারীরা পাম্প বন্ধ করে সটকে পড়ে।

পরে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের চাপে তারা পাম্প চালু করতে বাধ্য হয়। তবে প্রতিটি মোটরসাইকেলে ১০০ টাকার তেল দিতে রাজি হয়। তেল নিতে আসা নুরে আলম জানান, গাড়িতে তেল না থাকায় তিনি রাত পৌনে ১১টার দিকে পাম্পে আসেন।

মুহূর্তের মধ্যে প্রায় শতাধিক মোটরসাইকেল পাম্পে এসে জড়ো হয়। কিন্তু পাম্পের কর্মচারীরা পাম্প বন্ধ করে দেয়। এবং তেল নাই বলে জানিয়ে দেয়। পরে সেখানে আসা মোটরসাইকেল চালকরা প্রতিবাদ করতে শুরু করলে প্রত্যেককে ১০০ টাকার তেল দিতে রাজি হয়।

এ রহমন এন্ড সন্স পাম্পের কর্মচারীরা মো. মনির বলেন, মালিক পক্ষ নিষেধ করায় তারা পাম্প বন্ধ রেখেছেন।পাম্পের ব্যবস্থাপক মো. বাবুল বলেন, মালিকের কথায় পাম্প বন্ধ রাখা হয়েছে। তেল নিতে হলে মালিকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তাদের কিছুই করার নাই। ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাহমুদুল হাসান জানান, শুক্রবার অফিস বন্ধ থাকায় তিনি কর্মস্থলে নেই। শনিবার তিনি বিষয়টি দেখবেন।

পত্রিকাএকাত্তর /নিয়াজ মাহমুদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news