রাত ৯ থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করার যুদ্ধ

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

৬ আগস্ট, ২০২২, ১ year আগে

রাত ৯ থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করার যুদ্ধ

শুক্রবার রাত ৯.৩০ থেকে শুরু হয় পেট্রোল ও অকটেন সংগ্রহ করার যুদ্ধ। আনেকে ১-২ ঘন্টা অপেক্ষার পর পেট্রোল পাচ্ছেন ১০০ টাকার। কিন্তু পাম মালিকের অপ ক্ষমতার কারণে, তাদের নিজেদের আত্মীয়-স্বজন, বিভিন্ন ক্ষমতাসীন ব্যক্তিদের, তিনারা নিজেদের ইচ্ছামত পেট্রোল দিচ্ছেন।

এ কারণে আনেকে পাচ্ছেন না পেট্রোল। ঠাকুরগাঁ জেলার পেট্রোল পাম্প গুলো রাত ১২ বাজার সাথে সাথেই বন্ধ করে দিয়েছেন পেট্রোল দেওয়া। এতে অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কোনো লাভ হয়নি তাদের। এ ব্যাপারে বাইক চালকদের সাথে কথা বললে তিনারা বলেন।

মোঃ শামীম নামের এক ব্যক্তি বলেন, প্রায় ২ঘন্টা ধরে পেট্রোল পাম্পে অপেক্ষা করছিলাম পেট্রোল নেওয়ার জন্য। কিন্তু পেট্রোল মালিকদের অপ ক্ষমতার কারণে পেট্রোল পাইনি। এখন বাসা কিভাবে যাব সেটাই ভাবছি। সামিউল নামের এক ব্যক্তি বলেন, আমরা প্রায় এক থেকে দুই ঘণ্টা দাঁড়িয়ে রয়েছি।

এরপর পেট্রোল পেয়েছি ১০০ টাকার। অথচ আমার সামনেই অনেকেই প্রায় ২০০০ থেকে ২৫০০ টাকার পর্যন্ত পেট্রোল নিয়েছে।অথচ আমি পেয়েছি মাত্র ১০০টাকা। এর সম্পূর্ণ দায় রয়েছে পেট্রোল পাম্প মালিকদের।

ঠাকুরগাঁও জেলার অনেক বাইকার বলেন, পেট্রোলের দাম হঠাৎ এমন ভাবে বারলে আমাদের জন্য বাইক চালানো অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

পত্রিকাএকাত্তর /আব্দুল্লাহ আল সুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news