চলনবিলে বিপদগ্রস্ত কৃষকের ভরসা পলিথিনের নৌকা

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

২৯ মে, ২০২২, ১ year আগে

চলনবিলে বিপদগ্রস্ত কৃষকের ভরসা পলিথিনের নৌকা

আকস্মিক বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে গুরুদাসপুরের নিম্নাঞ্চলের ধান ক্ষেত। চলনবিল অধ্যুষিত উপজেলার বিয়াঘাট ও খুবজীপুর ইউনিয়নের বিলসা, বামনবাড়িয়া, পিপলা, কাটাবাড়ি, রুহাই এলাকায় শুধু ব্রি-২৯ জাতীয় ধান রয়েছে।

উপজেলার কৃষি অফিসের মতে ১০০ বিঘা জমিতে ওই ধান রয়েছে। তবে কৃষকরা বলছেন প্রায় ২০০ বিঘা জমির ধান মাঠে রয়েছে। পর্যাপ্ত নৌকা না থাকায় পিপলার কৃষক আশরাফ আলীর উদ্ধাবিত পলিথিনের নৌকাই হয়েছে কৃষকদের ভরসা।

পলিব্যাগের ওই নৌকা করেই জমির ধান কেটে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে তারা। কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, ১৫ টি ধানকাটা মেশিন মাঠে নামানো হয়েছে। বিলে অল্প পরিমাণ পানি আছে। এতে সমস্যা হবে না। আগামী ৩ দিনের মধ্যে ধানা কাটা সম্পন্ন হয়ে যাবে।

পত্রিকা একাত্তর /মোঃ সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news