ভারত থেকে আসা ঢলে ৩ হাজার বিঘা জমির ধান পানির নিচে

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১৭ মে, ২০২২, ১ year আগে

ভারত থেকে আসা ঢলে ৩ হাজার বিঘা জমির ধান পানির নিচে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারত থেকে বয়ে আসা ঢলে পানির নিচে কয়েক হাজার হাজার বিঘা জমির ধান। এলাকায় কৃষকের হাহাকার সব কিছু কেড়ে নিয়ে গেল এ ঢলে।

মঙ্গলবার খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইন,রোকনপুরগঞ্জ ও জশৈল মৌজায় প্রায় ৩ হাজার বিঘা জমির ধান পানির নিচে নিমজ্জিত হয়েছে। রোকনপুরগঞ্জের চাষী নাজমুল হুদা বলেন,ওই বিলে আমার তিন বিঘা জমি বোরো আবাদ ছিল। ধানগুলো এবার ভালো হয়েছিল। কিন্তু ভারত-বাংলাদেশের সাথে প্রবাহিত পূর্নভবা নদী দিয়ে হঠাৎ করে পানির ঢল এসে মুহূর্তের মধ্যে সব জমির ধান তলিয়ে গেছে।

রাধানগর ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফুয়াদ আলী জানান, রাধানগর ইউপির তিনটি মৌজায় প্রায়ই ১৬৭০ হেক্টর জমিতে এবার বোরো চাষাবাদ হয়েছে। এখানে ৮-১০ হাজার বিঘা জমির মধ্যে প্রায় আড়াই-তিন হাজার বিঘা জমির ধান এখন পানির নিচে তলিয়ে গেছে।

ইতিমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভির আহমেদ সরকার সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি বলেন আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছি। পরবর্তীতে ক্ষতির পরিমাণ জানাতে পারবো

পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news