১০০ টাকার পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

১০ মে, ২০২২, ১ year আগে

১০০ টাকার পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়

উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হঠাৎ করে সংকটের মুখে পেট্রোল ও অকটেন। উত্তরবঙ্গের একটি জেলা হল ঠাকুরগাঁও । আর এই ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনগুলোতে পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না। এ নিয়ে বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন ঠাকুরগাঁয়ের বাইক চালকরা।

কখনো কখনো হঠাৎ করে ফিলিং স্টেশনে অকটেন পাওয়া গেলেও ১০০ টাকার বেশী মিলছেনা পেট্রোল ও অকটেন।শহরে একাধিক ফিলিং স্টেশন গুলো মিলছেনা পেট্রোল।তবে ফিলিং স্টেশন গুলোতে পেট্রল অকটেন না থাকলেও শহর ও গ্রাম অঞ্চলের বেশকিছু ফুটপাতের দোকানে পাওয়া যাচ্ছে তেল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ, শিবগঞ্জ, মাদারগঞ্জ , বকসের হাট,ঢোলারহাট, নেক মরদ, বাজারে বোতলে করে বিক্রি করা হচ্ছে পেট্রল ও অকটে। দুদিন আগেও যে তেলের বোতলটি বিক্রি হত ১০০ টাকায় একই বোতলের দাম এখন ১৮০টাকা। প্রতি লিটারে খোলা বাজারে ৮০ টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে।

একদিকে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, অপরদিকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য। উপায় না পেয়ে চড়া দামে পেট্রল ও অকটেন কিনতে হচ্ছে যানবাহন চালকদের।খোলা বাজারে তেল কিনতে আসা মোটরসাইকেল বক্কর বলেন, শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল পেলাম না। গাড়িতে তেল প্রায় শেষ। খোলা বাজারে কিনলাম এক বোতল ১৮০ টাকা দামে। এক লিটার তেলে ৮০ টাকা বাড়তি দিয়ে কিনতে হল।

পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, তারা বলেন আমাদের করার কি আছে ফিলিং স্টেশন গুলো থেকে থেকে আমাদের বেশি রেটে তেল কিনে আনতে হয়। তাই আমাদেরকে বেশি রেটে বিক্রি করতে হয়।

ফিলিং স্টেশনগুলোতে কবে নাগাত পেট্রল ও অকটেন পাওয়া যাবে এ প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও পেট্রল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, ডিপোতে গাড়ি পাঠানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এ ভোগান্তি দূর হবে বলে আমরা আশা করছ।

এ বিষয় নিয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী ঢাকা পোষ্টকে বলেন, আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। যারা অতিরিক্ত দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর /আব্দুল্লাহ আল সুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news