ঝড়ের কবলে কারেন্ট না থাকায় মোমের বাজারে আগুন

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

৩০ এপ্রিল, ২০২২, ২ years আগে

ঝড়ের কবলে কারেন্ট না থাকায় মোমের বাজারে আগুন

প্রতিনিয়তই বাজারের অস্থির মেজাজে সাধারণ মানুষ হাবুডুবু খাচ্ছে। কখনে তেলের দাম, কখনো বেগুনের দাম, কখনো বা আবার পিঁয়াজ এর দাম। তারই ধারাবাহিকতায় দাম বেড়েছে মোমবাতি ও টর্চ লাইটের।

আজ শনিবার (৩০ এপ্রিল) ঠাকুরগাঁও রোড, ঠাকুরগাঁও কালিবাড়ি সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে যে মোমের ডজন ছিল ৬০ টাকা।সেই মোম আজ বিক্রি হচ্ছে ৯০থেকে ১০০ টাকা রেটে।

এর আসল কারণ আগামীকাল শুক্রবার রাত বারোটার দিকে হঠাৎ শুরু হয়ে কালবৈশাখী ঝড়। আর এই ঝড়ে ঠাকুরগাঁও সহ আশেপাশের এলাকার বেশ ক্ষয়ক্ষতি হয়। এতে বড় বড় গাছ ভেঙে পড়ে যায় কারেন্টের তারের উপর এতে বিদ্যুৎ সরবরাহের কিছুটা বিলম্ব ঘটে।

করিম নামের এক খুচরা ব্যবসায়ী বলেন, আমরা এই মোম দুই দিন আগেও কিনেছি ৬০ টাকা ডজন। অথচ আজকে ঠাকুরগাঁয়ের বেশকিছু পাইকারি দোকান বিক্রি করছেন ৯০থেকে ১০০ টাকা ডজন।

বাজারের এই তাপ সহ্য করতে পারছেন না। জীবনের ওপর দিয়ে উঠেছে তাপ। জ্বলন্ত আগুনের তাপ যেখানে হার মেনেছে। তাপময় বাজার আর উত্তরাঞ্চলের সাধারণ মানুষ কীভাবে চলছে সেই খোঁজ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারস্থ হয়েছিলাম। তারা কেমন আছেন জানতে চেয়েছিলাম। মোটা দাগে সবারই একই কথা লাগামহীন ঘোড়ার মতো লাফিয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে আমাদের ক্রয়ক্ষমতা।

চলমান বাজার পরিস্থিতি দিন দিন যদি এভাবে উপরের দিকে উঠতে থাকে তাহলে সাধারণ মানুষ, নিম্নবিত্ত শ্রেণির মানুষ, মধ্যবিত্ত শ্রেণির মানুষ কোথায় যাবে? কীভাবে চলবে তাদের পরিবার পরিজন নিয়ে। কি হবে সংসারের অবস্থা? এমন হাজারো প্রশ্নের উত্তর অধরাই রয়ে যায়।

পত্রিকা একাত্তর / আব্দুল্লাহ আল সুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news