খামার উদ্যোক্তাকে বিভিন্ন উপকরণদ দিচ্ছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা

ভোলা জেলা প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

খামার উদ্যোক্তাকে বিভিন্ন উপকরণদ দিচ্ছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা

ভোলায় দেশীয় পোল্ট্রির প্রারেন্টষ্টক প্রদর্শনী খামার উদ্যোক্তাকে বিভিন্ন উপকরণ বিতরন করছে বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)

বিশ্ব ব্যাংকের অর্থায়নে,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে ভোলা ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় এসইপি প্রকল্পের অধীনে "ভোলা জেলায় পরিবেশগতভাবে দেশীয় পোল্ট্রি পালন ও বাজার সম্প্রসারন” উপ-প্রকল্পের অধীনে গুনগতমানের দেশী মুরগির বাচ্চা সরবরাহ নিশ্চিতকরন ও দেশী মুরগির উৎপাদনশীলতা বৃদ্ধি তথা দেশীয় পোল্ট্রির প্যারেন্টস্টক প্রদর্শনী খামার প্রতিষ্টাকরনের লক্ষ্যে (২৬এপ্রিল) মঙ্গলবার এক জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ইনকিউবেটর মেশিন সহ ফাষ্টএইড বক্স, ভ্যাক্সিন, ঔষধ, ডিম পাড়ার নেষ্ট, ত্রিশ টি দেশী মুরগি বিতরণ করা হয়।

উক্ত প্রকল্পে এ পর্যন্ত সংস্থার পক্ষ থেকে সাত জন উদ্যোক্তাদের মধ্যে এ রকম সামগ্রী বিতরণ করা হয় এবং পরবর্তীতে এরকম আরো সাত জন উদ্যোক্তাদের মাঝে ও বিতরন করা হবে।

সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বিতরন অনুষ্ঠানে উদ্যোক্তার হাতে উপকর তুলে দেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মহিউদ্দিন, জেলা ট্রেনিং অফিসার,জেলা প্রাণিসম্পদ দপ্তর ভোলা,ডাঃ মোঃ খলিলুর রহমান, উপ-পরিচালক (কারিগরী) জিজেইউএস, মোঃ মিজানুরর রহমান, প্রকল্প ব্যবস্থাপক, এসইপি-নেটিভ পোল্ট্রি, জিজেইউএস এবং এসইপি-নেটিভ পোল্ট্রি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্ধ।

পত্রিকা একাত্তর / মহিউদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news